Introduction to python programming in Bangla

সবাই কে আমার প্রোগ্রামিং  tutorial এ স্বাগত জানাচ্ছি। আমাদের এই tutorial এ

বিষয়বস্তু হচ্ছে  পাইথনের (Python programming language) সংক্ষিপ্ত পরিচিতি তুলে ধরা।

Amader ajjker bisoybostu gulo hosse :

 পাইথনের সংক্ষিপ্ত পরিচিতি

 কাদের জন্য এই tutorial

 পাইথন কী

 পাইথনের ইতিহাস

 কেন/ কোথায় আমরা পাইথন ব্যবহার করি


পাইথনের সংক্ষিপ্ত পরিচিতি

পাইথন বর্তমানে একটি বহুল ব্যবহৃত ও জনপ্রিয় প্রোগ্রামিং ভাষা এবং দিন দিন এর জনপ্রিয়তা বেড়েই

চলেছে। অত্যন্ত শক্তিশালী কিন্তু সহজবোধ্য হওয়াতে প্রফেশনাল কাজে যেমন পাইথনের ব্যবহার বাড়ছে,

তেমনি একাডেমিক সেক্টরেও দিন দিন এর ব্যাবহার বেড়েই চলছে। গুগলের অফিসিয়াল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ

গুলোর একটি হচ্ছে পাইথন। এছাড়া ও আরও অনেক বড় বড় প্রতিষ্ঠান এ ও Python ব্যাবহার করা হয় যেমন

Dropbox, Quora, Pinterest, instagram, Mozilla, redhat, openstack প্রভৃতি। Python দিয়ে সহজে অনেক

কঠিন প্রোগ্রামিং সমস্যা সমাধান করা সম্ভব বলেই python এর ব্যাবহার এত বেড়ে যাচ্ছে এবং পাইথন

প্রোগ্রামারদের চাহিদা ও দিন দিন বেড়ে যাচ্ছে।


কাদের জন্য এই tutorial


এই tutorial series টি মুলত যারা প্রোগ্রামিং এ একেবারেই নতুন তাদের উদ্দেশ্য করে সাজানো হয়েছে।

প্রোগ্রামিংয়ে যারা একেবারেই নতুন তাদের জন্য কোর্সটি উপযোগি  এবং জারা  মোটামুটি প্রোগ্রামিং জানে তাদের ও পাইথনের সাথে পরিচয় করিয়ে দেয়া এই tutorial এর লক্ষ। যারা

শৌখিন প্রজেক্ট কিংবা প্রফেশনাল প্রজেক্টে পাইথন ব্যবহার করতে চায় chan তারা এই tutorial series দিয়ে

পাইথন শেখা শুরু করতে পারেন। এই টিউটোরিয়াল সিরিজ শেষ করে ভাল ভাবে অনুশীলন করলে আপনারা

লেখাপড়া এবং ব্যাবহারিক ক্ষেত্রে পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এর যথাযথ প্রয়োগ শিখতে পারবেন বলে আশা

করা যায়।


পাইথন কী?

এবার আসুন পাইথন সম্পরকে  সংক্ষেপে কিছু তথ্য জেনে নেয়া যাক। পাইথন একটি হাই

লেভেল বা উচ্ছস্তরের কম্পিউটার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এবং এটা একটা ইন্টারপ্রেটেড ভাষা বা

ল্যাঙ্গুয়েজ। সহজ কথায় ইন্টারপ্রেটেড ল্যাঙ্গুয়েজ বলতে বোঝায় পাইথন কোড এ ইনপুট দিলে তা মেশিন

লেভেল এ কম্পাইল করার দরকার হয়না। পাইথন এর ইন্তারপ্রেটার  সরাসরি আউটপুট দিয়ে

দেয়। এ জন্য ইন্টার একটিভ প্রোগ্রামিং এর জন্য পাইথন খুবি  সহজ ও উপযোগী একটি

ভাষা। কারন পাইথন এ কোড ইনপুট দিলে সাথে সাথে তার আউটপুট পাওয়া যায়। পাইথন ইন্টারপ্রেটার সহজেই

লিনাক্স, ম্যাক ওএসএক্স ও উইন্ডোজ সহ যেকোনো অপারেটিং সিস্টেমে চলে অর্থাৎ এটা একটা ক্রস

প্লাটফরম প্রোগ্রামিং ভাষা। www.python.org এই ঠিকানা থেকে যে কেউ সহজেই পাইথন ডাউনলোড করে

ব্যাবহার করা সুরু  করতে পারে। পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ টি একটি ওপেন সোর্স

প্রোজেক্ট অর্থাৎ এর সোর্স কোড যেকেউ চাইলে পরিবর্তন করতে পারে বা পাইথন এর ইন্টারপ্রেটার এ

কোন নতুন সুবিধা বা ফিচার যোগ করতে চাইলে পাইথন প্রোজেক্ট এ অবদান রাখতে পারে। ওপেন সোর্স

প্রোজেক্ট হওয়ার কারনে পাইথন এর উন্নয়ন এ বহু সেচ্ছাসেবি  বেক্তি  বা প্রতিষ্ঠান অবদান রাখতে পারছেন এবং পাইথন এর ডেভেলপমেন্ট বা ত্রুটি সংশধন দ্রুততর ভাবে সম্পাদিত হয়। পাইথন ইন্টারপ্রেটার টি মূলত সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দারা  লিখা তাই কেউ যদি পাইথন এর কোন ত্রুটি সংশোধন বা নতুন কোন ফিচার যোগ করতে চায় তাহলে তাকে

সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এ করতে হবে। পাইথন এর সকল উন্নয়ন ও রক্ষণাবেক্ষণ এর কাজে পাইথন

সফটওয়্যার ফাউন্ডেশন মূলত নিবেদিত ভাবে কাজ করছে এবং পাইথন এর মূল প্রস্তুতকারী গুইড ভান রসাম

এখন ও ল্যাঙ্গুয়েজ টির উন্নয়ন এ অন্যতম প্রধান নির্দেশক হিসাবে নিয়োজিত আছেন।


পাইথনের ইতিহাস

Python language টি ১৯৮৯ সালে প্রথম তৈরির কাজ শুরু করেন গুইড ভান রসাম নামের একজন ডাচ

বিজ্ঞানী। যদিও ল্যাঙ্গুয়েজ টি নির্মাণ এর চেষ্টা চিন্তা ভাবনা তিনি ১৯৮০ সালের পর থেকে ই সুরু  করেন। এবিসি নামক একটি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এর উত্তরসূরি হিসাবে তিনি পাইথন তৈরি

করার কথা চিন্তা করেন যা কিনা ইউনিক্স অপারেটিং সিস্টেম এ প্রোগ্রামার রা সি বা সি প্লাস প্লাস এর

বিকল্প হিসাবে সহজে ব্যাবহার করতে পারবে। তিনি শখের বশে পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ টি বানানো শুরু

করেন যার মূল লক্ষ্য সহজ বোধ্য ল্যাঙ্গুয়েজ সিনট্যাক্স দারা  সহজে খুব কম কোড এর

মাধ্যমে জটিল জটিল প্রোগ্রামিং সমস্যা সহজে সমাধান করতে পারে। পাইথন এর প্রথম পাবলিক ভার্সন

প্রকাশিত হয় ১৯৯১ সালে যা ছিল ০.৯ ভার্সন। এরপর প্রথম পুরনাঙ্গ ভার্সন প্রকাশিত হয় ১৯৯৫ সালে

পাইথন ১.০ হিসাবে। পাইথন এর জনপ্রিয়তা বাড়তে থাকে ২০০০ সালে ভারসন ২.০ বের হবার পর। এই

দ্বিতীয় ভারসন এ উল্লেখযোগ্য পরিমান নতুন ফিচার যোগ করা হয়। ২০০৮ সালে পাইথন এর তৃতীয়

মেজর ভারসন প্রকাশিত হয় জা কিনা এখন পর্যন্ত ব্যাবহার হচ্ছে। আমাদের এই

টিউটোরিয়াল সিরিজ এ আমরা মূলত পাইথন এর সর্বশেষ প্রকাশিত ভার্সন ই ব্যবহার করব।


কেন/ কোথায় আমরা পাইথন ব্যবহার করি

এবার জেনে নেয়া যাক পাইথন আমরা কেন এবং কোথায় অর্থাৎ কি কি কাজে পাইথন ব্যাবহার করতে পারি।

পাইথন ব্যাবহার এর সবছে বড় সুবিধা হল অন্য অনেক প্রোগ্রামিং ভাষার তুলনায় অনেক

কম কোড লিখে অনেক জটিল সমস্যার সমাধান সহজে করা যায় এবং এর কোড সহজে পড়ে বঝা  যায়। এর উন্নত ল্যাঙ্গুয়েজ ডিজাইন এর কারনে সহজে উন্নমানের  সফটওয়্যার তৈরি করা

যায় এবং ভবিষ্যৎ রক্ষণাবেক্ষণ ও তুলনামুলক সহজ হয়। পাইথন এর লাইব্রেরি বা পুনরবেবহার যোগ্য  কোড এর সংগ্রহ অনেক বিশাল যা কিনা সফটওয়্যার ডেভেলপ করার কাজ অনেক সহজ করে দেয়।

এবং পাইথন এর তৈরি সফটওয়্যার যেকোনো অপারেটিং সিস্টেম এ ব্যাবহার করা যায়। পাইথন ব্যাবহার করে

অনেক জটিল ও বড় বড় প্রোজেক্ট করা সম্ভব এবং এইসব সিস্টেম এ কোটি কোটি ব্যাবহারকারি থাকা

সত্ত্বেও পাইথন বিপুল পরিমান চাপ সহ্য করে ও সাভাবিক ভাবে  কাজ করতে পারে।

পাইথন দিয়ে ডেক্সটপ অ্যাপ্লিকেশান, গ্রাফিচাল  ইউজার ইন্টারফেস সফটওয়্যার, ওয়েব

অ্যাপ্লিকেশান ডেভেলপমেন্ট, গেম ডেভেলপমেন্টও ছাড়া ও সিস্টেম লেভেল প্রোগ্রামিং, ডাটা মাইনিং, বিভিন্ন

সিস্টেম অটোমেশান স্ক্রিপ্ট এবং উচ্চতর বিজ্ঞানিক ও গানিতিক গবেষণার মত গুরুত্বপূর্ণ কাজে বেপক

হারে ব্যাবহার kora হয়। আর ওপেন সোর্স প্রোজেক্ট হওয়াতে পাইথন ব্যাবহার করতে কোন টাকা ও খরচ

করতে হয়না এবং দীর্ঘ সময় ধরে ল্যাঙ্গুয়েজ এর আপডেট, বাগ ফিক্স এবং সিকিউরিটি পাওয়া যায়, যার ফলে

দীর্ঘ মেয়াদে পাইথন ব্যাবহার করা বেশ সুবিধা জনক। আর একারণে অনেক বড় বড় প্রতিষ্ঠান পাইথন এর

উপর আস্থা রাখছে।


এই post তে আমরা পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এর সংক্ষিপ্ত পরিচিতি ও এর নানাবিধ ব্যাবহার, পাইথন এর জন্ম ইতিহাস ও বিকাশ, পাইথন বেবহারকারি  বড় বড় প্রতিষ্ঠান এর নাম, কেন

তারা পাইথন ব্যাবহার  করছে এবং পাইথন আমরা কেন সিখব  বা ব্যাবহার

করব টা  জানলাম।

তাহলে আজ এই পর্যন্ত ই ,আমাদের পরবর্তী টিউটোরিয়াল এ আমরা পাইথন ল্যাঙ্গুয়েজ এর Installation হতে

শুরু করে আর অন্যান্য Advanced ফিচার হাতে কলমে শেখা সুরু  করব।

Comments