Installing and setup python 3 development environment on windows in Bangla



সবাইকে পাইথন এর দ্বিতীয় tutorial এ স্বাগত জানাচ্ছি। এই tutorial এ আমরা

উইন্ডোজ অপারেটিং সিস্টেম এ কিভাবে পাইথন 3 ইন্টারপ্রেটার ইন্সটল করে কাজের

পরিবেশ তৈরি করতে হয় তা দেখবো এবং পাইথন এ প্রথম প্রোগ্রাম লিখা শিখবো।

টুলস সেটআপ ( Tools setup )

প্রথমেই আমরা python.org site থেকে পাইথন ৩.৪ সিরিজ এর MSI installer download করে নিব।







Download শেষে installer এ double click করলে প্রোগ্রাম টির installation process শুরু হবে



এখানে আপনি চাইলে শুধু নিজের জন্য অথবা সব user এর জন্য পাইথন ইন্সটল করতে পারেন।

নেক্সট বাটন এ ক্লিক করলে হার্ড ডিস্ক এর কন কোন ড্রাইভ এ এবং কন কোন ফোল্ডার এ পাইথন ইন্সটল হবে

বাই ডিফল্ট সেটা দেখাবে। বাই ডিফল্ট C drive এর python34 folder এ ইন্সটল হবে। আপনারা চাইলে অন্ন

ফোল্ডার বা ড্রাইভ এ ও ইন্সটল করতে পারেন। তবে প্রাথমিক অবস্থায় ডিফল্ট লোকেশান এ ইন্সটল করাটাই



এর পর নেক্সট বাটন ক্লিক করলে পাইথন এর কন কন কোন কোন feature আপনি ইন্সটল

করতে চান installer সেই তথ্য চাইবে। লক্ষ্য করুন নিচের ১ টি বাদে বাকি সব option এ

টিক দেয়া আছে। আমরা শেষের option টি ও চেক করে দিব যেন সেটি ও ইন্সটল হয়।

নাইলে nahole পরে environmental veriable mannualy set করতে হবে।



সব অপশন সিলেক্ট করে নেক্সট ক্লিক করলে পাইথন ইন্সটল হউয়া হওয়া শুরু হবে।



ইন্সটল ঠিক ভাবে শেষ হলে নিচের মত arokom akti স্ক্রীন আশবে। সেখানে

 ফিনিশ বাটন এ ক্লিক করলে ইন্সটল প্রক্রিয়া সম্পন্ন হবে।






পাইথনে প্রথম প্রোগ্রাম হ্যালো ওয়ার্ল্ড

ইন্সটল প্রক্রিয়া সফল ভাবে সেস  করার পর এবার আমরা দেখবো কিভাবে

পাইথন এর প্রথম প্রোগ্রাম লিখতে হয়। পাইথন প্রোগ্রাম লিখার জন্য আমরা পাইথন IDLE

ব্যাবহার করব যা কিনা পাইথন ইন্সটল এর সময় ই আপনার computer এ ইন্সটল হয়ে যাবে। IDLE

তে যাওয়ার জন্য স্টার্ট মেনু তে গিয়ে IDLE python GUI তে ক্লিক করতে হবে।


তাহলে নিচের মত IDLE python GUI te click korle,  পাইথন IDLE বা শেল ওপেন হবে জাতে  আমরা পাইথন

প্রোগ্রাম লিখব।



এবার আমরা শেল এ ১তা  প্রোগ্রাম লিখব এবং তার আউট পুট কিভাবে

চেক করতে হয় তা দেখবো।

আসুন আমরা শেল এ “Hello world” print কিভাবে করতে হয় তা

দেখি। শেল এ গিয়ে লিখুন

>>> print("Hello World!")

এর পর এন্টার প্রেস করলেই শেল এ Hello World! Output দেখতে পারবেন।



>>> print("Hello World!")

Hello World!

লিখে ফেললেন আপনার প্রথম পাইথন প্রোগ্রাম। এই প্রোগ্রাম টি তে আমরা পাইথন এর print() function

ব্যাবহার করে hello world string এর output পেয়েছি।


প্রোগ্রাম টি আমরা interactive mode এ run করেছি। কিন্তু এই mode এ সব সময় শেল

এ প্রোগ্রাম লিখা সুবিধাজনক নয়। তাই আমরা দেখবো কিভাবে নতুন ফাইল ওপেন

করে তাতে কোড সেভ করে পরে run করে দেখা যায়।

এর জন্য প্রথমে শেল এ গিয়ে file থেকে new File select করবো


এরপর যে খালি blank *untitled* পেজ বা console আসবে তাতে print("Hello python!")



এরপর run এ গিয়ে run module select করলে তা



১ টি popup message show করবে কোড টি রান করার পূর্বে সেভ করার জন্য।



ওকে বাটন এ ক্লিক করার পর নির্দিষ্ট ফোল্ডার এ ফাইল টি hello.py নামে সেভ



করলে সেভ হবার সাথে সাথেই শেল এ output print হবে।





আর *untitled* পেজ টি তার নাম ও ফাইল লোকেশান সহ দেখা যাবে





এই tutorial এ আমরা উইন্ডোজ সিস্টেম এ কিভাবে পাইথন 3 ইন্সটল করতে হয় , সাথে সাথে পাইথন এর প্রথম প্রোগ্রাম লিখা এবং টা  কিভাবে run করতে হয় টা শিখলাম। আজ তাহলে এই পর্যন্ত ই।

Comments